• 6.8
  • 33m 21s
  • HD Quality

Details

The Design Podcast I Episode 06 | Asia Sain RG Kar ঘটনায় প্রতিবাদে যে বিতর্কিত মূর্তি বসানো হয় তাঁর স্রষ্টার অবাক করা ইতিহাস অসিত সাঁই, তাঁর সংগ্রামের গল্প বা শিল্পের প্রতি ভালোবাসার গল্প । একটি বাচ্চা ছেলে, নাম অসিত । যে তার বাবাকে হারিয়েছে। বাবার জন্য আধুনিক চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব হয়নি, কারণ পরিবারে অর্থের অভাব ছিল। বাবার অকালমৃত্যু অসিতের চোখে দারিদ্র্য, ক্ষুধা, শিক্ষা ও চিকিৎসার অভাবের বাস্তবতা উন্মোচিত করে। সেদিন অসিত ছোট ছিল, আতঙ্কে চিৎকার করলেও, পাশের রেললাইন ধরে যাওয়া একটি মালগাড়ির শব্দে তার চিৎকার হারিয়ে যায়। তার ভাই কোনোরকমে প্রাণে বেঁচে গেলেও, সেই ভয়ংকর স্মৃতি এখনো তাকে তাড়িয়ে বেড়ায়। এই ঘটনাগুলো তার শিল্পকর্মেও প্রতিফলিত হয়েছে। মানবজীবনের অন্ধকার দিক তার চিত্রকর্ম ও ভাস্কর্যে বারবার ফিরে এসেছে। আর ঠিক সেই কারণেই আমরা তার কাছ থেকে পেয়েছি দ্য ক্রাই অফ দ্য আওয়ার।

  • PRESENTER: SOMNATH SUTRADHAR
  • CAMERA MAN: CAMERA MAN: PROSENJIT MITRA
  • EDIT, GFX & POSTER DESIGN: PENSIL2PIXEL CREATIVE DESIGN
  • PRODUCTION: REY STUDIO KOLKATA

SIMILAR TO THIS